
প্রকাশিত: Fri, Feb 9, 2024 12:51 AM আপডেট: Sun, May 11, 2025 11:32 PM
[১] সহিংসতার মধ্যে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ [২] মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধের নিন্দায় অ্যামনেস্টি [৩] পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন ইমরান খান
ইমরুল শাহেদ: [৪] বৃহস্পতিবার সহিসংসতার মধ্য দিয়ে পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে ১৬তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।
[৫] বেলুচিস্তানের নির্বাচন কমিশন আগেই বলেছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়ে যাবে। তবে মধ্যরাতের আগে ফলাফল ঘোষণা হবে না।
[৬] নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে সর্বমোট ৭৬টি কেন্দ্র থেকে অভিযোগ এসেছিল। সেগুলো তারা তাৎক্ষণিকভাবেই সমাধান করে দিয়েছেন।
[৭] পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল লাহোরে বিলম্বে ভোট শুরু হয়েছে উল্লেখ করে ভোট প্রদানের সময় এক ঘন্টা বাড়ানোর আবেদন জানালেও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।
[৮] দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে অন্তরীণ পিটিআই’র সাবেক প্রধান ইমরান খান পোস্টাল ব্যালটের সাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার অনেক পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দণ্ডিত হওয়ায় ভোট দিতে পারেননি।
[৯] তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ প্রাদেশিক রাজধানী লাহোরের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর মেয়ে ও দলের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজকে সাথে নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।
[১০] নওয়াজ শরীফ তার দলকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ভোটে দেশকে সংকট থেকে বের করে আনতে তাকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
[১১] পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভূট্টো ইসলামাবাদের একটি কেন্দ্রে ভোট দেন।
[১২] রয়টার্স জানিয়েছে, ৮ লাখ ৮১ হাজার ৯১৩ বর্গকিলোমিটার আয়তনের দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটি ১০ লাখ। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ হাজার ৬৭৫। এই নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক পরিষদের প্রার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৮১৬ জন।
[১৩] এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে নির্বাচনী নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছেন। করাচিতে ব্্যালট পেপার ছিনতাইয়ের একটি ঘটনা রেকর্ড করেছে জিওটিভি।
[১৪] রয়টার্স জানায়, বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত হয়েছে নয়জন। কর্মকর্তারা বলেছেন, একটি মহিলা ভোট কেন্দ্রের বাইরে বিস্ফোরণে দুই শিশু মারা গেছে। উত্তর ওয়াজিরিস্তানের প্রার্থী মহসিন দাওয়ার নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, তার নির্বাচনী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র স্থানীয় তালেবানরা দখল করে নিয়েছে। পেশোয়ারের চিত্রও তেমন একটা সন্তোষজনক ছিল না।
[১৫] নির্বাচনের মাত্র একদিন আগে বেলুচিস্তানে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।
[১৬] নির্বাচনের দিন সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড এড়ানোর কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের দিন দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেয়।
[১৭] অ্যামনেস্টি বলেছে, ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ রাখা মানবাধিকারের লংঘন
[১৮] তবে ইন্টারনেট ও মোবাইল ফোন কার্যকর রাখার জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভূট্টো সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি।
[১৯] কমনওয়েলথ পর্যবেক্ষক দল বলেছে, ‘ইন্টারনেটের চাইতে নির্বাচন গুরুত্বপূর্ণ।’ তারা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আগামই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন বলে উল্লেখ করেছে।
[২০] ভোট কেন্দ্র দখল নিয়ে একদল আরেক দলকে দোষারোপ করতে দেখা গেছে। করাচির জামাতে ইসলাম দল ভোট কেন্দ্র দখল নিয়ে এমকিউএম দলকে অভিযুক্ত করেছে। লাহোরে পিট্আিইয়ের প্রচার কেন্দ্রে হামলা করেছে পিএমএল-এন দল। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
